الثلاثاء، 21 فبراير 2023

~~সূরা ফাতিহার অতুলনীয় ভারসাম্য~~

 

~~সূরা ফাতিহার অতুলনীয় ভারসাম্য~~
সূরা ফাতিহার কিছু ব্যাপার সত্যিই অসাধারণ, আমার কাছে এগুলোকে অতুলনীয় মনে হয়।
সুরা ফাতিহার প্রথম তিনটি আয়াত আল্লাহকে নিয়ে:
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعٰلَمِينَ
﴾সকল প্রশংসা আল্লাহর, (যিনি) জগতসমূহের প্রভু﴿;
الرَّحْمٰنِ الرَّحِيمِ
﴾করুণাময়, দয়ালু্﴿,
مٰلِكِ يَوْمِ الدِّينِ
﴾বিচার-দিনের মালিক।﴿
আর শেষ তিনটি আয়াত:
اهْدِنَا الصِّرٰطَ الْمُسْتَقِيمَ
﴾আমাদেরকে সঠিক পথ দেখাও﴿;
صِرٰطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
﴾তাদেরই পথ, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো﴿,
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّينَ
﴾তাদের পথ নয়, যারা (তোমার) ক্রোধের পাত্র কিংবা বিপথগামী।﴿
এই তিনটি আয়াত আমাদেরকে নিয়ে।
আচ্ছা, এখন মাঝের একটা আয়াত আছে।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
﴾আমরা কেবলই তোমার ইবাদত করি এবং কেবলই তোমার সাহায্য চাই।﴿
এই একটি আয়াতের মাঝে আবার দুটো ভাগ রয়েছে।
[১] إِيَّاكَ نَعْبُدُ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি।
[২] وَإِيَّاكَ نَسْتَعِينُ : এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
এই মাঝেখানের আয়াতে আছে বলা আছে: আমরা আল্লাহকে কী দিতে চাই আর আল্লাহর কাছ থেকে আমরা কী চাই। আমরা আল্লাহকে দিতে চাই আমাদের আনুগত্য আর আল্লাহর কাছ থেকে আমরা তার সাহায্য চাই।
অন্যভাবে বলা যায়, সূরা ফাতিহার শুরুটা হলো আল্লাহকে নিয়ে, মাঝের অংশটা আল্লাহ এবং আমাদেরকে নিয়ে, আর শেষের অংশটুকু আমাদেরকে নিয়ে। সূরাটি সুন্দর করে ভারসাম্য করা।
[১]—আল্লাহ [২]—আল্লাহ এবং আমরা [৩]—আমরা।
আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকমভাবেই ভারসাম্য করে রাখা হয়েছে।
তাহলে মাঝের এই আয়াতে সাথে আবার পুরো সূরার উপসংহার ও সূচনাটা দেখি চলুন এবার।
তাহলে প্রথম তিন আয়াত: আলহামদুলিল্লাহি রাব্বিল আ’লামীন, আর-রাহমানির রাহীম, মালিকি ইয়াওমিদ্দিন—এই তিন আয়াতের মর্মার্থ কী জানেন? আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের এতটাই ভালোবাসেন যে (আমরা তার আদেশ অমান্য করলেও) তিনি আমাদের সাথে সাথে শাস্তি দেন না। কিন্তু বিচারদিবসে সবাইকেই জবাবদিহিতা করতে হবে। এই সবকিছুর উপসংহার হলো: এখন আমি আপনার আনুগত্য করতে রাজি, আমি তৈরী! আরবীতে এটাকে কিভাবে বলি আমরা? إِيَّاكَ نَعْبُدُ (আমরা কেবলি আপনার ইবাদাত করি, আমরা আপনাকে মান্য করি)। মানে প্রথম অংশের উপসংহার হলো: ইয়্যাকানা’বুদু।
এরপরের অংশটা কী? وَإِيَّاكَ نَسْتَعِينُ আমরা আপনার সাহায্য চাচ্ছি! আমাদের সঠিক পথে চালিত করুন, তাদের পথ যাদেরকে আপনি কবূল করেছেন, তাদের নয় যারা পথভ্রষ্ট—এগুলো সব কি সাহায্য চাওয়া না? মানে ‘ইয়্যাকানা’বুদু’ হলো প্রথম অংশের উপসংহার আর ‘ইয়্যাকা নাসতাঈন’ হলো পরের অংশের সূচনা!
কত সুন্দরভাবে ভারসাম্য করা আছে সূরাটি! অতুলনীয়!
উস্তাদের ভাষাতাত্ত্বিক মুযিজার নতুন বই থেকে নেওয়া।
বইয়ের নাম : কুরআনের বিস্ময়কর ভাষাতাত্ত্বিক অলঙ্কার [ডিভাইন স্পিচ]
মূল: উস্তাদ নোমান আলী খান
যেখানে পাবেন:
[1] রকমারি (16297)
[2] ওয়াফিলাইফ (01799-925050)
বাংলাবাজারসহ অনলাইন শপেও পাবেন।
যেকোনো প্রয়োজনে প্রকাশনার পেইজ Bookish Publisher (+8801645261821) এ যোগাযোগ করতে পারেন।
عرض الترجمة
قد تكون صورة ‏‏شخص أو أكثر‏ و‏تحتوي على النص '‏الÙ শুরুটা আল্লাহকে নিয়ে মাঝের অংশটা আল্লাহ এবং আমাদেরকে নিয়ে .[১মতিন [১ম আয়াত] শেষের অংশটুকু আমাদেরকে নিয়ে। •[মাঝের আয়াত] [শেষ তিন আয়াত] আল্লাহ সম্পর্কে জ্ঞান, কৃতজ্ঞতা ও প্রশংসা আমাদের হেদায়াত পাওয়া আল্লাহর আনুগত, ইবাদাত এবং আমাদের সাহায্য চাওয়া‏'‏‏
كل التفاعلات:
٣٤٢
٤
٥٦
أعجبني
تعليق
مشاركة

٤ تعليقات


ليست هناك تعليقات:

إرسال تعليق