السبت، 12 مارس 2022

মুহসিন তথা সর্বোচ্চ লেভেলের বিশ্বাসী কারা?

 

মুহসিন তথা সর্বোচ্চ লেভেলের বিশ্বাসী কারা?
--------- * -------------------
জেনে রাখুন, (আল্লাহ আমার এবং আপনার প্রতি দয়া করুন) আল্লাহ কুরআনে মুহসিনিনদের প্রশংসা এমনভাবে করেছেন যেভাবে অন্য কোনো দলের প্রশংসা করেননি। অর্ধ ডজনের বেশি আয়াতে আল্লাহ বলেছেন- "ওয়াল্লাহু ইহিব্বুল মুহ'সিনিন", "ইনাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।" যারা ইহসান প্র্যাকটিস করে আল্লাহ তাদের ভালবাসেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরও বলেন- لِلَّذِیۡنَ اَحۡسَنُوا الۡحُسۡنٰی وَ زِیَادَۃٌ - "যারা ইহসান প্র্যাকটিস করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম (জান্নাত) এবং আরও বেশি।" (10:26) এখানে 'আরও বেশি' মানে আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করা।
অতএব, যারা ইহসান প্র্যাকটিস করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার চেহারা দেখার সৌভাগ্য লাভ করবেন। তাই, এই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে আরও বলেন- ؕ اِنَّ رَحۡمَتَ اللّٰهِ قَرِیۡبٌ مِّنَ الۡمُحۡسِنِیۡنَ - "আল্লাহর দয়া তো (সব সময়) তাদের নিকটে আছে যারা মুহসিনিন।" (৭:৫৬)
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে আরও উল্লেখ করেন- وَ یَجۡزِیَ الَّذِیۡنَ اَحۡسَنُوۡا بِالۡحُسۡنٰی - যারা ইহসান প্র্যাকটিস করে আল্লাহ তাদের সর্বোত্তম পুরস্কার দান করবেন। (৫৩:৩১)
এখন ইহসান মানে কী?
ইহসান মানে- প্রকৃষ্টতা, চমৎকারিত্ব, শ্রেষ্ঠতা, সর্বোত্তম উপায়ে কোনো কাজ সম্পাদন করা। ইহসান মানে বাড়তি মাইল অতিক্রম করা।
আল্লামা রাগেব আল আস্ফাহানির মতে- "ইহসান মানে যতটুকু করা প্রয়োজন আপনি তার চেয়েও বেশি করেন। আর যা পাওয়ার কথা তার চেয়ে কম আশা করেন।" আপনি কাউকে তার অধিকারের চেয়েও বেশি প্রদান করেন। আর সে যদি আপনাকে আপনার প্রাপ্য অধিকারের চেয়ে কম দেয় তাতেও আপনি সন্তুষ্ট থাকেন। এভাবেই তিনি ইহসানকে সংজ্ঞায়িত করেছেন।
তিন ধরণের ইহসান রয়েছে।
প্রথম প্রকারের ইহসানঃ
----------------------
শুধু সর্বনিম্ন যতটুকু করা দরকার তা করেই সন্তুষ্ট হয়ে যাবেন না। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাঝে সন্তুষ্ট থাকবেন না। আপনি সুন্নত পড়বেন, নফল পড়বেন এবং তাহাজ্জুদ পড়বেন। দিন-রাতের বাড়তি নামাজগুলোও আদায় করবেন।
ইহাসান মানে- আপনি শুধু রামাদানের সিয়াম পালন করার মাঝে সন্তুষ্ট থাকবেন না। প্রতি মাসে আরও কিছু রোজা রাখবেন।
ইহসান মানে- শুধু জাকাত দিয়েই সন্তুষ্ট হয়ে যাবেন না। আপনি আরও দান-সদকা করবেন। পারলে প্রতিদিন এবং নিয়মিত দান করবেন।
দ্বিতীয় ধরণের ইহসানঃ
------------------
এই প্রকারের ইহসান অন্য মানুষদের সাথে কিভাবে আচরণ করেন তার সাথে সম্বন্ধযুক্ত। এই প্রকারের ইহসানের কথা আল্লামা রাগেব আল আস্ফাহানির ব্যাখ্যা থেকে আমরা ইতোমধ্যে জেনেছি। আপনি সবসময় অনেক বেশি দয়ালু, মানুষকে বেশি বেশি ক্ষমা করেন এবং মানুষের সাথে উদার আচরণ করেন। আপনি বেশি করে দিয়ে থাকেন আর কম করে গ্রহণ করেন। যতটুকু করার কথা আপনি তার চেয়ে বেশি করেন আর মানুষের কাছ থেকে আপনার যতটুকু প্রাপ্য তার চেয়ে কম আশা করেন। আপনার মনের অবস্থা এমন যে, মানুষের কাছ থেকে কম পেলেও আপনি খুশি থাকেন। নিজের ইহসানের পুরস্কার আপনি শুধু আল্লাহর কাছেই আশা করেন।
তৃতীয় প্রকারের ইহসানঃ
------------------
এটা সর্বোচ্চ লেভেলের ইহসান। হাদিসে জিব্রিলে এর বর্ণনা প্রদান করা হয়েছে। আমাদের রাসূল (স) এর বর্ণনা দিয়েছেন। আপনার অন্তরে, আপনার হৃদয়ে আল্লাহ সম্পর্কে এমন একটা অনুভূতি জাগ্রত থাকা যে, "أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ - ‘‘তুমি এমনভাবে আল্লাহর ‘ইবাদাত করবে যেন তুমি তাঁকে দেখছো...।"
কল্পনা করুন আপনি আল্লাহকে দেখছেন আর এমতাবস্থায় তাঁর ইবাদাত করছেন। তখন কেমন সুন্দর হবে আপনার নামাজ! কতটা আন্তরিক হবে আপনার যাকাত প্রদান! কতটা তৃপ্তি নিয়ে রোজা পালন করবেন তখন! দিন-রাতের রুটিন আপনার কতটা সুন্দর হয়ে উঠবে!
এরপর আমাদের রাসূল (স) বলেন- "আর তুমি যদি তাকে না-ও দেখো, তিনি তোমাকে অবশ্যই দেখছেন’’। ব্যাপারটা একই রকম।
এটাই হলো সর্বোচ্চ লেভেলের ইহসান। সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার উপস্থিতি সম্পর্কে সচেতন থাকা। যেমন, আল্লাহ তায়ালা সূরা আল-হাদীদের ৪ নাম্বার আয়াতে বলেন- وَ هُوَ مَعَکُمۡ اَیۡنَ مَا کُنۡتُمۡ - "আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সাথেই আছেন।"
- শায়েখ ইয়াসির কাদির আলোচনা অবলম্বনে
عرض الترجمة
أنت و٩٥٥ شخصًا آخر
٣٤٥ مشاركة
أعجبني
تعليق
مشاركة

ليست هناك تعليقات:

إرسال تعليق