الاثنين، 3 يناير 2022

একটি মুখ খোলা কেন?

 

একটি মুখ খোলা কেন?
হাদিসে এসেছে,
أنَّ رَجُلًا كانَ مع رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ مُحْرِمًا، فَوَقَصَتْهُ نَاقَتُهُ فَمَاتَ، فَقالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: اغْسِلُوهُ بمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ في ثَوْبَيْهِ، وَلَا تَمَسُّوهُ بطِيبٍ، وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ، فإنَّه يُبْعَثُ يَومَ القِيَامَةِ مُلَبِّدًا
"রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাথে এহরাম অবস্থায় (আরাফার ময়দানে) এক ব্যক্তি ছিল। (সে উটনী হতে পড়ে যাওয়ার পর) উটনীটি তার গর্দান ভেঙ্গে দিল। সে (দ্রুত) মারা যায় । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলল, তাকে বরই পাতা ও পানি দিয়ে গোসল করিয়ে দাও। এবং দু'টি কাপড়ে কাফন দাও। তাকে সুগন্ধি লাগিয়ে দিও না এবং তার মাথা ঢেকে দিও না। কিয়ামতের দিন তাকে তালবিয়া পড়তে পড়তে উঠানো হবে। "
(সহিহ বুখারিঃ ১২৬৭, সহিহ মুসলিমঃ ১২০৬ )
হজ, ওমরাকারীর মৃত্যু পর তাদের মাথা ঢাকা হয় না। যেহেতু কিয়ামতের দিন তাকে তার অবস্থা অনুযায়ী ওঠানো হবে। আর এহরামকারীর মাথা যেহেতু খোলা থাকে সেহেতু তার মাথাও খোলা রাখা হবে।
عرض الترجمة
قد تكون صورة لـ ‏‏‏‏١٢‏ شخصًا‏، ‏أشخاص يقفون‏‏ و‏منظر داخلي‏‏
أنت و٢٢٧ شخصًا آخر
٢١ مشاركة
أعجبني
تعليق
مشاركة

ليست هناك تعليقات:

إرسال تعليق