السبت، 4 أبريل 2020

খাদ্যদ্রব্যে এবং পানীয় দ্রব্যে ফুঁ দেওয়া বা নিঃশ্বাস ত্যাগ করা নিষেধ

খাদ্যদ্রব্যে এবং পানীয় দ্রব্যে ফুঁ দেওয়া বা নিঃশ্বাস ত্যাগ করা নিষেধ
এই বিষয়ে নির্ভরযোগ্য একটি হাদীস উপস্থাপন করলাম:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَنَفَّسَ فيِ الْإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ.
(جامع الترمذي: 1888, قال الترمذي: هذا حديث حسن صحيح).
অর্থ: আব্দুল্লাহ ইবনে আব্বাস [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কোনো বাসনের খাদ্য দ্রব্যে ও পানীয় দ্রব্যে শ্বাসত্যাগ করতে, অথবা ফুৎকার বা ফুঁক দিতে নিষেধ করেছেন।
[জামে’ তিরমিযি, হাদীস নং ১৮৮৮]
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
১। এই পবিত্র হাদীসের মাধ্যমে পানাহারের সময় স্বাস্থ্য সম্মত পদ্ধতি মেনে চলার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে।
২। খাদ্যদ্রব্যে ও পানীয় দ্রব্যে ফুঁ দেওয়া বা শ্বাস ত্যাগ করা বৈধ নয়। যেহেতু খাদ্যদ্রব্যে ও পানীয় দ্রব্যে ফুঁ দেওয়া হতে বিরত থাকার মাধ্যমে শরীর ও স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ এবং যত্ন করা হয়।
৩। পানাহারের সময় অন্যান্য লোকের মনোভাবের প্রতি লক্ষ্য রাখা এবং যে বিষয়ে ও কাজে তাদের অরুচির কারণ হতে পারে, সে বিষয় ও কাজ থেকে নিজেকে বিরত রাখা দরকার।

ليست هناك تعليقات:

إرسال تعليق