الخميس، 25 مارس 2021

শিক্ষা ও মাসায়েল :

 

ইবনে আব্বাস ও আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : যদি কোন মানব সন্তানের এক উপত্যকা ভরা সোনা থাকে,তাহলে সে দুটো উপত্যকা (ভর্তি) সোনা কামনা করে। তার মুখ মাটি ব্যতীত আর কিছুতেই ভরে না। আর যে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন।বর্ণনায় : বুখারী ও মুসলিম
শিক্ষা ও মাসায়েল :
১- সকল মানুষই অর্থ,সম্পদ পেতে চায় ও এর প্রতি লোভী।
২- মানুষ স্বভাবগতভাবে কৃপণ। সে অর্থ সম্পদ শেষ হয়ে যাওয়ার ভয় করে। আর এ জন্য সে যত সম্পদের মালিক হোক না কেন,শুধু আরো চায়। যেমন আল্লাহ তাআলা বলেন :
قُلْ لَوْ أَنْتُمْ تَمْلِكُونَ خَزَائِنَ رَحْمَةِ رَبِّي إِذًا لَأَمْسَكْتُمْ خَشْيَةَ الْإِنْفَاقِ وَكَانَ الْإِنْسَانُ قَتُورًا. الإسراء :
বলঃ যদি তোমরা তোমার প্রতিপালকের দয়ার ভাণ্ডারের অধিকারী হতে তবুও তোমরা খরচ হয়ে যাবেএই আশংকায় ওটা ধরে রাখতে,মানুষ তো অতিশয় কৃপণ। সূরা আল-ইসরা : ১০০
৩- সম্পদ অর্জন করা ভাল,তবে সম্পদ অর্জনটা নেশায় পরিণত হওয়া বা জীবনের একমাত্র লক্ষ্য হওয়া মোটেই ভাল নয়।
৪- সম্পদের আধিক্য মানুষকে ধনী করে না। বরং তার অভাব বা চাহিদা বাড়িয়ে দেয়। মনের দিক দিয়ে যে ধনী,সে-ই প্রকৃত ধনী।
৫- ইসলামী অর্থনীতির একটি মৌলিক বিষয় এ হাদীসে ফুটে উঠেছে। তা হল,যার সম্পদ যত বেশি তার অভাব বা চাহিদা তত বেশি।
৫- তাওবাকারীর তাওবা আল্লাহ তাআলা কবুল করেন। হাদীসের এ বিষয়টির সাথে আলোচ্য বিষয়ের শিরোনামের সম্পর্ক।
عرض الترجمة
قد تكون صورة لـ ‏نص مفاده '‏‎ইব্রাহিম বিন আদহাম সুফিয়ান আস সাওরীকে লিখে পাঠিয়েছিলেন: যদি কেউ জানে সে কি খুঁজছে (আল্লাহর সন্তুষ্টি, জান্নাত, ইত্যাদি) তাহলে তার কাছে তার আমল অনেক কম মনে হবে। যে তার দৃষ্টিকে সবদিকে দেখার জন্য (অন্যের সুখ, সম্পদ) উন্মুক্ত করে দিবে তাহলে তার দুঃখ দীর্স্থায়ী হবে, যে তার আশা দীর্ঘ করবে, সে খারাপ কাজে জড়িয়ে পড়বে এবং যে তার জিহবা ইচ্ছামত ব্যবহার করবে সে নিজেকে হত্যা করবে। সীরাতুস সালাফে সালেহীন আসবাহানী, ১/৯৭০‎‏'‏
أنت و٤٧ شخصًا آخر
٦ مشاركات
أعجبني
تعليق
مشاركة

ليست هناك تعليقات:

إرسال تعليق