Muslim Speakers In Bangla
তিনি আপনার সন্তান ধারণ করছেন। মুফতি মেঙ্ক।
বেশির ভাগ পুরুষই মহিলাদের গর্ভবতী হওয়া এবং সন্তান গর্ভে ধারণ করার ব্যপারটি অনুধাবনই করতে পারে না, তারা বুঝেই না সেই সময় মহিলাদেরকে কি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় আপনার সন্তান ধারন করার জন্য। অনেক পুরুষ তো আবার সন্তান জন্মদানের পর তাদের স্ত্রীদের থেকে দূরেও সরে যায়। কেন? কারণ সে এখন আগের থেকে একটু মোটা হতে গেছে, তার পেটে হয়তো কিছু চর্বি জমা হয়েছে। তার পেটে হয়তো কিছু স্ট্রেচমার্ক ও পড়ে গেছে, হয়তো সে আবার আগের মত সুন্দর ছিপছিপে গড়নেও আর ফিরে আসবে না। এরকম ঘটনা ঘটছে, তো যেটা হচ্ছে যে অনেক পুরুষই, তাদের প্রথম অথবা দ্বিতীয় সন্তান হবার পর, তাদের চোখ তখন এদিক ওদিক তাকানো শুরু করে, তারা বলা শুরু করে, ওহ, দেখ দেখ, এই মহিলাটা তো খুব সুন্দর। কেন? ভাই কেন? আপনারা নিজেদের স্ত্রীদের অনুভূতির সাথে খেলছেন? ইসলামে অন্য মহিলাদের প্রশংসা করা হারাম, স্ত্রী উপস্থিত থাকা অবস্থায় তো নয়ই। কেন আপনি অন্য মহিলার প্রশংসা করবেন? কেন? বিশেষত তাদের শারীরিক গড়ন নিয়ে? আমাদের তো ওই দিকে তাকানোরই কথা নয়। ভেবে দেখুন, যাকে আপনি বিয়ে করেছেন, সেও এক সময় বেশ আকর্ষনীয় ছিল, আপনিই তাকে গর্ভবতী করিয়েছেন। সত্যিই, এবং সে আপনার সন্তানই ধারণ করেছে, এবং তা ধারণ করার পর আপনিই অন্য মহিলাদের প্রশংসা করা শুরু করেছেন যে আহা তারা কি সুন্দর। আল্লাহ আমাদের মাফ করুক, এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, কারণ অনেক মানুষই এগুলো জানে না, অনেক মানুষই জানে না যে শরিয়ার বিধানে এই বিষয়গুলো সবগুলোই আলোচনা করা হয়েছে, আপনার স্ত্রী সন্তান ধারণ করেছে শুধু এই কারণে আপনি আপনার স্ত্রীর প্রতি আগ্রহ হারাতে পারেন না।
আপনি কি জানেন একজন গর্ভবতী মহিলার মর্যাদা কতটুকু? এবং যে সন্তান জন্ম দিয়েছে তার মর্যাদা কতটুকু? শরিয়াতে এই মর্যাদার বিষয়ে অনেক কিছু বলা হয়েছে, আমি শুধু তার মাঝে একটাই বলবো। তিনি যদি সন্তান গর্ভধারনকালীন বা জন্মদানের সময় মারা যান তাহলে তিনি জান্নাতবাসী হবেন কোন হিসাব ছাড়াই, তার কাজের কোন হিসাব ছাড়াই তাকে মাফ করা হবে। সবুজ গালিচা দিয়ে জান্নাতে দাখিল করা হবে সরাসরি। ভাবুন আল্লাহ কোন মহিলাকে বলছেন বাচ্চা জন্মদানের কষ্ট সহ্য করার কারণে তোমার মর্যাদা আমি এতো বড়িয়ে দিয়েছি যে তুমি যদি এ অবস্থায় মারা যাও, তুমি সরাসরি জান্নাতে যাবে। সেখানে আমরা পুরুষরা ভাবছি গর্ভধারণ করা একটা অপরাধ ওই মহিলার, কারণ সে দেখতে অনাকর্ষণীয় হয়ে গিয়েছে। আমি এই কথাটা আবারো বলছি কারণ অনেক ঘরেই এই ঘটনা ঘটছে এবং তা ঘটছে নীরবে।
ليست هناك تعليقات:
إرسال تعليق