الجمعة، 13 يناير 2017

আয়াতুল কুরসী এর বাংলা অনুবাদ

আয়াতুল কুরসী এর বাংলা অনুবাদ
---------------------------------------------------------------
আয়াতুল কুরসি হলো কুরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা সূরা আল-বাক্বারাহ্'র ২৫৫ নং আয়াত। এই পুরো আয়াতটিই আল্লাহর একত্ববাদ ও মর্যাদার বর্ণনা করা হয়েছে। আয়াতুল কুরসী'র গুরুত্ব বোঝাতে নিচের হাদীসটি উল্লেখ করা হয়ে থাকে।
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) বর্ণিত হাদীসঃ “আসমান-যামীনের মধ্যে আয়াতুল কুরসীর চাইতে মহান আর কোন কিছুই আল্লাহ তা'আলা সৃষ্টি করেননি, এর ব্যাখায় সুফিয়ান ইবনু উয়াইনাহ বলেন, আয়াতুল কুরসী হল আল্লাহ তা'আলার কালাম, আর আল্লাহ তা'আলার কালাম তো নিঃসন্দেহে আসমান-যামীনের সকল সৃষ্টির চাইতে মহান। (তিরমিযী - ২৮৮৪)
আমাদের অনেকেই আয়াতুল কুরসী'র কেবল নাম শুনেছি, আবার অনেকেই আয়াতুল কুরসী মুখস্ত বলতে পারি কিন্তু এর অর্থ জানিনা। তাই সবার সুবিধার্থে এই পোস্টে আয়াতুল কুরসী'র বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ দেয়া হল।
কোন ভুল-ভ্রান্তি হলে আল্লাহ তা'লা আমাকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের খাঁটিভাবে কুরআন তিলওয়াতের তওফিক দিন। আমিন।
أعجبني
تعليق

ليست هناك تعليقات:

إرسال تعليق