সন্মানিত দ্বীনি ভাই ও বোনেরা- আপনারা যারা সালাম ফিরানোর পরে সম্মিলিত মোনাজাত করেন বা সুন্নত সালাতের জন্য দাড়িয়ে যান, তাদের উদ্দেশ্যে বলছি- সালাম ফিরানোর পরে এই জিকিরগুলো পাঠের অফুরন্ত ফযিলত বর্ণিত হয়েছে।
রাসূল সা. বলেন,
«مَنْ سَبَّحَ الله فِي دُبُرِ كُلِّ صَلاةٍ ثَلاثاً وَثَلاثِينَ، وَحَمِدَ الله ثَلاثاً وَثَلاثِينَ، وَكَبَّرَ الله ثَلاثاً وَثَلاثِينَ، فَتِلْكَ تِسْعَةٌ وَتِسْعُونَ، وَقَالَ تَمَامَ المِائَةِ: لا إلَهَ إلَّا الله وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، لَهُ الملْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَديرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ»
«مَنْ سَبَّحَ الله فِي دُبُرِ كُلِّ صَلاةٍ ثَلاثاً وَثَلاثِينَ، وَحَمِدَ الله ثَلاثاً وَثَلاثِينَ، وَكَبَّرَ الله ثَلاثاً وَثَلاثِينَ، فَتِلْكَ تِسْعَةٌ وَتِسْعُونَ، وَقَالَ تَمَامَ المِائَةِ: لا إلَهَ إلَّا الله وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، لَهُ الملْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَديرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ»
যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর:
৩৩ বার সুবহা-নাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ , ৩৩ বার আল্লাহু আকবার পড়বে।
তারপর নিচের দু‘আ পড়বে:
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
তার গুনাহ-খাতা মাফ করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। (সহীহ মুসলিম)
৩৩ বার সুবহা-নাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ , ৩৩ বার আল্লাহু আকবার পড়বে।
তারপর নিচের দু‘আ পড়বে:
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
তার গুনাহ-খাতা মাফ করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। (সহীহ মুসলিম)
তাই আসুন সবাই চেষ্টা করি সালামের পরে যে জিকিরগুলির হাদিসে বর্ণিত হয়েছে, তা পাঠ করার। আল্লাহ আমাদের সকলকে তওফিক দেন। আমিন
ليست هناك تعليقات:
إرسال تعليق