আশুরাকে ঘিরে ইসলামী আদর্শ ও জাহিলি কীর্তিকলাপ - বাংলা - আব্দুল আযীয ইবন মারযুক আত ত্বারীফী: আশুরাকে ঘিরে ইসলামী আদর্শ ও জাহিলি কীর্তিকলাপ: আশুরা ইসলামে একটি সম্মানিত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে ও পরে এ দিনের সাওম পালন করতেন। কারণ, এ দিনে আল্লাহ তা‘আলা মূসা আলাইহিস সালাম ও তার জাতিকে ফির‘আউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এটিই হচ্ছে এ দিনের মর্যাদার মূল কথা। কিন্তু শিয়ারা এ দিনে যেসব অনুষ্ঠান ও কর্মকাণ্ড করে থাকে তা কখনো ইসলামে অনুমোদিত নয়। আলোচ্য প্রবন্ধে লেখক তা বিস্তারিত আলোচনা করেছেন।
ليست هناك تعليقات:
إرسال تعليق