হিফয করার পদ্ধতি ও আদর্শ হিফয বিভাগ - বাংলা - সানাউল্লাহ নজির আহমদ: ‘হিফয করার পদ্ধতি ও আদর্শ হিফয বিভাগ’ বইতে মৌলিকভাবে কুরআনুল কারিম হিফয করার পদ্ধতি, হাফিযদের ফজিলত ও আদর্শ হিফয খানার নীতি ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনুষঙ্গ হিসেবে রয়েছে কুরআনুল কারিম তিলাওয়াত ও তার ফজিলত সংক্রান্ত একাধিক শিরোনাম, এবং কুরআনুল কারিম শিখানোর বিনিময় গ্রহণ করা, কুরআন সংক্রান্ত কতিপয় মাসআলা ও হিফয খানার কতিপয় বিদআত ও কুসংস্কারের প্রামাণিক আলোচনা।
ليست هناك تعليقات:
إرسال تعليق