এমন কয়েকটি কাজের কথা শুনুন, যা করলে মহান আল্লাহ আপনার সমূহ পাপ ক্ষমা করবেন এবং আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন:
১_কষ্টের সময় পূর্ণ রূপে ওযু করা।
(কষ্টের সময়, যেমন ঠান্ডার সময় বা শারীরিক কষ্টের সময়।
পূর্ণরূপে, অর্থাৎ, অযুর জন্য ধৌত করা জরুরি এমন অঙ্গগুলো সম্পূর্ণ অংশ পানি দ্বারা ধুয়ে ফেলা।)
২_ বেশী বেশী মসজিদে গমন করা।
(অর্থাৎ, বাড়ি দূর হওয়া সত্ত্বেও মসজিদে আসা, বারে বারে আসা)
৩_ এক নামাযের পর আর এক নামাযের জন্য অপেক্ষা করা।
(সহীহ মুসলিম হা ন: ৫৮৬)
.
সংগ্রহেঃ শায়খ আব্দুর রাকিব আল বুখারী আল মাদানী (হাফি'জাহুল্লাহ)
عرض الترجمة
ليست هناك تعليقات:
إرسال تعليق