الثلاثاء، 1 نوفمبر 2022

Telegram: Contact @HadeethEncLanguages

Telegram: Contact @HadeethEncLanguages: 📝 এ হাদীসটিতে আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন, যে কোন মুসলিম ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ তিলাওয়াত করে, তার জন্য একটি হরফের বিনিময়ে রয়েছে দশটি নেকি। আর তাঁর বাণী, “আমি বলি না যে, আলিফ লাম মীম এক হরফ” অর্থাৎ তিন হরফের সমষ্টি এক হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। সুতরাং এ হরফ পাঠকারীকে ত্রিশটি নেকী দেওয়া হবে। এটি একটি বড় নি‘আমত এবং বড় সাওয়াব। সুতরাং মানুষের জন্য উচিত হলো সে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করবে।   💡 1-কুরআন তিলাওয়াতের ওপর উৎসাহ প্রদান। 2-বাক্যের প্রতিটি অক্ষরের মোকাবিলায় যা একজন তিলাওয়াতকারী পাঠ করে বহুগণ বৃদ্ধি করে সাওয়াব প্রদান করা হয়। 3-অক্ষরের অর্থ বর্ণনা। তার মাঝে এবং বাক্যের মাঝে প্রার্থক্য নিধারণ করা। 4-আল্লাহর রহমাত ও অনুগ্রহের প্রসস্থতার বর্ণনা। তাই তিনি তার বান্দাদের জন্য দয়া ও অনুগ্রহ করে সাওয়াবকে বাড়িয়ে দিয়েছেন। 5-এ কথা সাব্যস্ত করা যে আল্লাহর বাণী আওয়াজ ও হরফ দ্বারা হয়। 📎 https://hadeethenc.com/bn/browse/hadith/6275 📝 https://t.me/HadeethEncLanguages/222 #البنغالية বাংলা ভাষা

ليست هناك تعليقات:

إرسال تعليق