মানুষের অন্তর স্বভাবতই অস্থির ও চঞ্চল। দুনিয়ার নানা চিন্তা, দুশ্চিন্তা, ভয়-ভীতি, আশা-নিরাশা মানুষের অন্তরকে সর্বদা অশান্ত করে রাখে। কিন্তু যখন মানুষ আল্লাহর দিকে ফিরে, তাঁর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে, তখন অন্তরে এক অপূর্ব প্রশান্তি নেমে আসে। কারণ আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন: "জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে।" সালাত, যিকর, দুয়া, কুরআন তিলাওয়াত - এসব ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার ফলে অন্তরে শান্তি ও স্থিরতা আসে।
ইমাম আহমাদ ইবন হাম্বল (রহ.) যখন কারাগারে বন্দী ছিলেন এবং কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন, তখন তিনি বলতেন যে কুরআন তিলাওয়াত ও সালাতের মাধ্যমে তিনি অপার শান্তি পেতেন। ইবনে তায়মিয়া (রাহ.) বলতেন, "যদি রাজারা জানত যে আমরা কত সুখ ও প্রশান্তি পাই আল্লাহর ইবাদতে, তবে তারা তরবারি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করত এই সুখ ছিনিয়ে নেওয়ার জন্য।" এভাবে তাঁরা আল্লাহর ইবাদতের মধ্যে অফুরন্ত শান্তি খুঁজে পেতেন। কেন এই প্রশান্তি পেতেন? কারণ তারা আল্লাহর ব্যাপারে এমনভাবে জানতেন, সেই জানার সাথে যখন ইবাদতের মিশ্রণ হতো, সেটা হয়ে যেতো জীবনের সেরা মূহুর্তের ক্ষণ। সেই ক্ষণের গভীর কোণে লুকিয়ে থাকা প্রশান্ত সুখের গহীন কোণ।
বর্তমান যুগে মানুষ নানা ধরনের মানসিক চাপ ও উদ্বেগে ভুগছে। অথচ এর সমাধান রয়েছে আল্লাহর দিকে ফিরে আসার মধ্যে। যখন একজন মুমিন তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়, যখন সে আল্লাহর কাছে মনের কথা খুলে বলে, যখন সে কুরআন তিলাওয়াত করে এবং তার অর্থ গভীরভাবে চিন্তা করে, তখন তার অন্তর থেকে সমস্ত ভার নেমে যায়। কারণ সে বুঝতে পারে যে তার সকল সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। এভাবে ইবাদতের মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ করা সম্ভব হয়।
অস্থির, অশান্ত ও নিরাশ হৃদয়গুলো শান্ত করতে পড়তে পারেন এই তিনটি বই।
১। আমি ও আমার রব : উস্তাদ নোমান আলী খান
২। কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়? : মিশারী আল-খারাজ
৩। প্রশান্তির খোঁজে : ১ : উস্তাদ নোমান আলী খান
বই তিনটি সংগ্রহ করতে পারেন নীচের অনলাইন শপসহ থেকে।
[1] রকমারি (01519521971) (Whatsapp এ মেসেজ দিয়ে অর্ডার দিন)
[2] ওয়াফিলাইফ (01799-925050)
যেকোনো প্রয়োজনBookish Publisher (+8801645261821) এ যোগাযোগ করতে পারেন।
عرض الترجمة

ليست هناك تعليقات:
إرسال تعليق