Nouman Ali Khan Collection In Bangla
ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলতেন,
ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ) আরো বলেন, “দুনিয়ার সমস্ত ভালোবাসা আপনাকে কষ্ট দিবে, একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া।”
আল্লাহকে তাঁর হকসহ তাঁর সাথে বান্দার সম্পর্কের নানাদিক জানা ও সালাতে আল্লাহর সাথেকার সম্পর্ক দুটোই আত্মিক প্রশান্তির দুয়ার উন্মুক্ত করে দেয়।
আখিরাতে ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করা হবে নফল নামাজ দিয়ে। কিন্তু কথা হলো আপনার নামাজই যদি কবুল না হয় তবে কি আল্লাহ সেগুলো দিয়ে পূর্ণ করবেন ফরজের ঘাটতিগুলো?! না। যে নামাজগুলো কবুল হয়নি সেগুলো তো সাওয়াবের আমলেই উঠবে না, সেগুলো দিয়ে কীভাবে ফরজের ঘাটতি পূরণ করবেন আল্লাহ তায়ালা? যেসব কারণে নামাজ কবুল হয় না, নামাজ বাতিল হয়ে যায়, খুশু থাকে না, সেগুলো ঠিক করতে হবে। এসব নিয়েই তো মিশারী আল-খারাজের বিশদ আলোচনার বই “কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়?”।
নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার ও অসীম সাওয়াবের মাধ্যমে হয়ে দাঁড়ায় নামাজের ইবাদাত। সেই ইবাদাতের মধুরতা ও পুরো সাওয়াবের কোনো কমতি যেন না থাকে সেটা যেন নিশ্চিত করতে পারি আমরা। সেজন্য নামাজের প্রশান্তি ও শীতলতা দরকার। এ নিয়েই বইটি।
যেদিন আপনার শত শত টাকা, বিশাল সম্পদ, দিনার-দিরহাম, ডলার কিছুই কাজে লাগবে না, কাজে লাগবে কেবল আল্লাহর জন্য নিবেদিত উত্তম সময় ও ইবাদাত, সেগুলোরই সর্বোত্তম একটি ইবাদাত নামাজ। সেই নামাজ ঠিকমতো কবুল হচ্ছে তো? না হলে তো অন্যান্য আমলও নষ্ট হওয়া শুরু করেছে বলে হাদীসে এসেছে। কারণ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের যেই ইবাদাত বিশুদ্ধভাবে, খুশু ও আন্তরিকতার সাথে হচ্ছে না, তাহলে সেই একই আল্লাহর অন্যান্য ইবাদতগুলো কীভাবে শুদ্ধ করে করবেন?! ৩৬৮ পেইজের বই, কিন্তু আপনার আখিরাতকে করতে পারে অনেক উজ্জ্বল, আনন্দপূর্ণ। ইসলামের অন্যতম সেরা ভিত্তি, সর্বোত্তম ইবাদাত সর্বোত্তমভাবে হচ্ছে তো?
বইটি: কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়?
মূল : মিশারী আল-খারাজ
সংগ্রহ করতে পারেন আমাদের প্রকাশিত সেরা কিছু বই, যেগুলো আপনাকে আখিরাতের পথ দেখাবে, অন্তরের প্রশান্তি এনে দিবে, কুরআনের প্রতি ভালোবাসা জাগাবে ইনশাআল্লাহ।
১। কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়? : মিশারী আল-খারাজ
২। আমি ও আমার রব : উস্তাদ নোমান আলী খান
৩। প্রশান্তির খোজ : উস্তাদ নোমান আলী খান
এবং উস্তাদের নতুন প্রকাশিত বই
৪। কুরআনের সৌন্দর্যে অভিভূত : উস্তাদ নোমান আলী খান
রকমারি, ওয়াফিলাইফসহ অন্যান্য অনলাইন শপ থেকে সংগ্রহ করতে পারেন।

ليست هناك تعليقات:
إرسال تعليق