কাজা সম্পন্ন করার পূর্বে সিয়াম বিলম্বিত করার ফিদিয়া আদায় প্রসঙ্গ - বাংলা - মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ: ফতোয়াটি একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হল, একজন নারীর জিম্মায় কাজা রোজা রয়েছে, এবং তাকে খাবারও দান করতে হবে। এমতাবস্থায় সেকি প্রতিদিনের খাবার প্রতিদিন দেবে না কি কাজা আদায়ের পর একসাথে খাবার দিয়ে দিলেই চলবে?
ليست هناك تعليقات:
إرسال تعليق