এক বেদুঈন কাবার গিলাফ ধরে দোয়া করছিলেন,
”হে আল্লাহ!
গুনাহর উপর অনড় থেকেও আপনার কাছে ক্ষমা চাওয়াটা নীচতা। আবার আপনার ক্ষমার ব্যাপ্তির কথা জানার পরও ক্ষমা প্রার্থনা ছেড়ে দেওয়াটা অক্ষমতা।
আপনি আমার প্রতি মুখাপেক্ষী নন, তবুও আমাকে কত নিয়ামত দিয়ে ভালোবাসার প্রকাশ করছেন!
অথচ আমি আপনার মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও গুনাহর মাধ্যমে আপনার ঘৃণা কামাই করছি!
ওহে সেই সত্ত্বা—
যিনি ওয়াদা দিলে পূর্ণ করেন।
যিনি হুমকি দিলেও উপেক্ষা এবং ক্ষমা করেন।
আমার বিপুল পরিমাণ পাপকে আপনার বিরাট ক্ষমায় শামিল করে নিন। ইয়া আরহামার রাহিমীন!
.
[ইমাম নববীর ‘আল-আযকার’: পৃ. ৬৫০]
عرض الترجمة
ليست هناك تعليقات:
إرسال تعليق