"যে ব্যক্তি জুমুআর দিন (মাথা) ধৌত করে এবং ভালোভাবে গোসল করে, সকাল-সকাল বের হয়, সওয়ার না হয়ে পায়ে হেঁটে (মসজিদে) যায়, ইমামের নিকটবর্তী
স্থানে বসে মনোযোগ-সহকারে খুতবা শোনে এবং কোনো অসার ক্রিয়া-কলাপ করে না--সে ব্যক্তির প্রতিটি কদমে এক বছর সিয়াম পালন এবং এক বছর তাহাজ্জুদ সালাতের সাওয়াব পাবে।"
ليست هناك تعليقات:
إرسال تعليق