ফতওয়া : আশুরার দিন শিয়াদের কর্মকাণ্ড বিদ‘আত ও গোমরাহী
অনুবাদ: সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদনা: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
উৎস: www.islamqa.info
বর্ণনা : প্রশ্ন: আমি দুবাই বসবাস করি, আমাদের আশে-পাশে অনেক শিয়া রয়েছে, তাদের সর্বদা বলতে শুনি: মুাহর্রমের নয় ও দশ তারিখে শিয়াদের কর্মকাণ্ড হুসাইনের প্রতি তাদের মহব্বতের বহিঃপ্রকাশ। তাতে কোনো সমস্যা নেই ইসলামের দৃষ্টিকোন থেকে, যেমন ইতোপূর্বে পুত্র ইউসুফকে হারিয়ে ইয়াকূব আলাইহিস সালাম দুঃখ প্রকাশ করেছেন। অতএব, আমাদেরকে শিয়াদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে বাধিত করবেন, আরও বলবেন বুকে আঘাত করার বিধান কী?
عرض الترجمة
أعجبني
تعليق



ليست هناك تعليقات:
إرسال تعليق