Nouman Ali Khan Collection In Bangla added a new video: বেহুদা সঙ্গ।
''আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং যখন তারা অসার ক্রিয়া-কলাপের সম্মুখীন হয় তখন স্বীয় মর্যাদার সাথে তা পরিহার করে চলে।''
সূরাঃ আল-ফুরকানঃ আয়াত ৭২।
সূরাঃ আল-ফুরকানঃ আয়াত ৭২।
তরুণ-তরুণীরা দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। তারা এমন মানুষ যারা কখনো অর্থহীন বন্ধু-বান্ধবের সঙ্গে থাকে না। ‘যুর’ শব্দটির অর্থ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া কিংবা এর আর একটা মানে হলো এমন সঙ্গী যারা অকেজো, যাদের দ্বারা কোনো উপকার আশা করা যায় না, তারা ‘বাতিল’। অন্যভাবে বললে তারা রাতের ২টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয় না। তারা রাত ৩ টা পর্যন্ত অর্থহীন কথাবার্তা বলতে থাকে না। তারা এমনটা করে না। কিন্তু কেন করে না? কারণ তারা তাওবা করেছে। আর যখন কেউ তাওবা করে সে জানে… আপনি যখন কোনো বড় পাপ করে ফেলেন, আর জানেন, কিভাবে এই বড় পাপে জড়িয়ে পড়েন? আপনি শুরু করেন খুব ছোট গুনাহ দিয়ে আর সেটা ধীরে ধীরে বড় হতে থাকে তারপর আপনি বড় গুনাহ করে ফেলেন। আর একসময় বুঝতে পারেন আপনার গুনাহ গুলো সঙ্গদোষের কারণেই হয়েছে। যাদের সাথে আপনি সময় কাটান তারা আপনার জন্য এসব পাপ করা খুব সহজ করে দিয়েছিলো।
তো আল্লাহ বলেছেন যখন তারা তাওবা করে ফেলেছে তারা নিশ্চিত করে যেন কখনোই কোনো বাজে আড্ডায় বসতে না হয়। তারা কখনো কোনো মিথ্যার আসরে সময় কাটায় না। কখনো কখনো আপনি পার্টিতে যাওয়ার দাওয়াত পেয়ে যান, আরা যারা দাওয়াত করে তারা হয়ত খুব একটা ধার্মিক নয়। তো সেখানে কান ফাটানো বাজনা বাজে, মেয়েরা মেকআপ করে আসে, ছেলে মেয়ে সবাই একসাথে। আর আপনি এই পার্টির মাঝে আটকা পড়েছেন। আপনি নিশ্চয়ই দাঁড়িয়ে বলবেন না, ‘ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয্যুরা’ আর বলে হন হন করে বেরিয়ে গেলেন! না। কিন্তু আপনি অযুহাত দেখাতে পারেন। ‘আমার একটু বের হতে হবে’ বলে বেরিয়ে পড়লেন। আপনি মসজিদে মাগরিব পড়লেন আর ইশা পর্যন্ত সেখানেই রইলেন। ইশা পড়ে পার্টিতে ফেরত এসে দেখলেন সবাই ততক্ষণে চলে গেছে। তখন বললেন, ওহ্! সরি! আপনি এমনটা করতে পারেন। কিন্তু আপনি সেই মানুষদের বিব্রত করলেন না, আপনি তাদের অস্বস্তিতে ফেললেন না আবার নিজেকে এর সাথে যুক্ত হতে দিলেন না। আপনি এর থেকে বাঁচার একটা কৌশলী উপায় বের করলেন। তাই আল্লাহ বলছেন, যখন তারা অযথা কথোপকথন শুনতে পায়, অর্থহীন কাজ করতে দেখে, অর্থহীন কর্মকান্ডের সম্মুখীন হয়, আর এমনটা হবেই, তারা সেই আসর ছেড়ে আসে সম্মানজনক পদ্ধতি অবলম্বন করে।
ليست هناك تعليقات:
إرسال تعليق